Puja cherry roy instagram
Puja cherry father.
বাঁধন সরকার পূজা
বাঁধন সরকার পূজা | |
---|---|
টুইটারে পুজা | |
জন্ম | (1994-12-21) ২১ ডিসেম্বর ১৯৯৪ (বয়স ৩০) |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | সংগীতশিল্পী, প্রযোজক |
কর্মজীবন | ২০০৮ |
পুরস্কার | চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস |
বাঁধন সরকার পূজা (সংক্ষেপে পূজা নামেই অধিক পরিচিত; জন্ম: ২১ ডিসেম্বর ১৯৯৪) হলেন একজন বাংলাদেশী সংগীতশিল্পী। তিনি ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।[১] তিনি তার কর্মজীবনে চারটি একক অ্যালবামসহ অসংখ্য একক ও মিশ্র গান জনপ্রিয়তা পায়।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]পূজা ১৯৯৪ সালের ২১ ডিসেম্বর নিবাস চন্দ্র মাঝি ও প্রনিতা সরকারের ঘরে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা নিবাস চন্দ্র মাঝি একজন পুলিশ কর্মকর্তা। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলার হাইন চর এলাকায়। তিন বোনের মধ্যে তিনি বড়, মেজোবোন নন্দিতা সরকার প্রিয়া এবং ছোট বোন মধুরীমা সরকার পূর্ণা। তিনি ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশলে স্নাতক সম্পন্ন কর